আর্কাইভ থেকে বাংলাদেশ

ভারতের উত্তরাখন্ডে হিমবাহ ধসে আটজনের মৃত্যু

ভারতের উত্তরাখন্ডে হিমবাহ ধসে আটজনের মৃত্যু

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে চামোলিতে হিমবাহ ধসে মারা গেছে অন্তত আটজন। এই ঘটনায় উদ্ধার করা হয়েছে ৩৮৪ জনকে। শুক্রবার রাতে ওই হিমবাহটি ভেঙে পড়ে ভারত-চীন সীমান্তের নিতি উপত্যকায়।

ভারতের নিরাপত্তা মন্ত্রণালয়ের উদ্বৃতি দিয়ে কর্তৃপক্ষ জানায়, শুক্রবার হঠাৎই চামোলি জেলায় বরফ ও ভূমিধস ঘটে। এতে ৪-৫টি গুরুত্বপূর্ণ এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। দ্রুত সড়কগুলোর সংযোগ গতিশীল করতে তৎপর রয়েছে সেনাবাহিনী।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, আবহাওয়া খারাপ থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। একাধিক ধসে এলাকাটির সব রাস্তা বন্ধ হয়ে গেছে। সেনাবাহিনীর পাশাপাশি উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে আইটিবিপি সেনা ও স্থানীয় পুলিশ প্রশাসন।

শনিবার পর্যন্ত জীবিত উদ্ধার হওয়াদের মধ্যে ছয়জনের অবস্থা সংকটাপন্ন। স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

চলতি বছর ফেব্রুয়ারি মাসে উত্তরাখণ্ডের চামোলিতে হিমবাহ ধসে গেছে অন্তত ৭২ জন। হিমবাহ ধস থেকে সৃষ্ট বন্যায় ভেসে গেছে দুটি জলবিদ্যুৎ প্রকল্পও।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতের | উত্তরাখন্ডে | হিমবাহ | ধসে | আটজনের | মৃত্যু