আর্কাইভ থেকে করোনা ভাইরাস

করোনা মোকাবিলায় সফল ইসরায়েল; নেই নতুন মৃত্যু, ছন্দে ফিরছে জনগণ

করোনা মোকাবিলায় সফল ইসরায়েল; নেই নতুন মৃত্যু, ছন্দে ফিরছে জনগণ

করোনা মোকাবিলায় সফলতা দেখিয়েছে ইসরায়েল। ভারত, ব্রাজিলসহ বিভিন্ন দেশ যেখানে করোনা মোকাবেলায় হিমসিম খাচ্ছে তখন নতুন কোন মৃত্যু নেই ইহুদিবাদী ইসরায়েলে। গেল দুই দিনে সেখানে কেউ মারা যায়নি। কমেছে শনাক্তের সংখ্যাও। শনিবার শনাক্ত হয়েছে মাত্র ৮৫ জন।

এরই মধ্যে ৫০ লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। স্বাভাবিক জীবনে ফিরছে ইসরায়েলের মানুষ। খুলে দেওয়া হয়েছে স্কুল, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান। তবে কিছু বদ্ধ ও সংকীর্ণ স্থানে মাস্ক পরা ও মানুষের ধারণক্ষমতা সীমিত রাখার নির্দেশনা রয়েছে।

গেল জুনেও করোনায় মৃত্যু শূন্যের কোটায় ছিল। কঠোর লকডাউনে সে ধাক্কা সামলায় ইসরায়েল। তবে চলতি বছরের শুরুতে আবারও বাড়তে থাকে সংক্রমণ। এর আগে ডিসেম্বর থেকেই ফাইজার–বায়োএনটেকের টিকা প্রয়োগ শুরু হয়। ভ্যাকসিনই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলে মনে করে বিশেষজ্ঞরা।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে, বৃহস্পতিবার পর্যন্ত ৯০ লাখ জনগোষ্ঠির মধ্যে ১৬ বছরের বেশি বয়সী ৫০ লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। খুব শিগগিরই টিকা দেওয়া হবে ১২ থেকে ১৫ বছর বয়সীদেরও।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কোনো দেশে মোট জনসংখ্যার ৬৫ থেকে ৭০ শতাংশ মানুষের ইমিউনিটি সিস্টেম তৈরি হলেই সংক্রমণ কমবে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন করোনা | মোকাবিলায় | সফল | ইসরায়েল | নেই | নতুন | মৃত্যু | ছন্দে | ফিরছে | জনগণ