আর্কাইভ থেকে জাতীয়

করোনার কারণে দেশের উন্নয়ন কাজ বন্ধ নেই: স্থানীয় সরকার মন্ত্রী

করোনার কারণে দেশের উন্নয়ন কাজ বন্ধ নেই: স্থানীয় সরকার মন্ত্রী

করোনা মহামারিতে সব কিছুই যেনো থমকে আছে। স্বাভাবিক জীবন যাত্রা যেখানে ব্যাহত সেখানে উন্নয়ন কার্যক্রম থমকে থাকাটাই স্বাভাবিক। তারপরও যাতে দেশের উন্নয়ন কার্যক্রম থেমে না থাকে সেদিকে নজর দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। বললেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

সোমবার সরকারি বাসভবন থেকে এক অনলাইন সভা শেষে মন্ত্রী গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, করোনাকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরকে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের সমস্ত উন্নয়নকাজ অব্যাহত রাখতে নির্দেশনা দেয়া হয়েছে। 

মো. তাজুল ইসলাম বলেন, এসব উন্নয়নকাজগুলো করতে গেলে জনপ্রতিনিধিদের সহযোগিতা প্রয়োজন হবে। আমি তাদের সঙ্গেও সভা করেছি। যাতে তারাও সহযোগিতা করেন, এজন্য প্রয়োজনীয় পরামর্শও দিয়েছি।   

করোনায় খেটে খাওয়া মানুষেরা কর্মসংস্থান বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকার ফলশ্রুতিতে আর্থ-সামাজিক অবস্থার একটা ব্যাপক ধরনের ব্যত্যয় ঘটতে পারে বলেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন করোনার | কারণে | দেশের | উন্নয়ন | কাজ | বন্ধ | নেই | স্থানীয় | সরকার | মন্ত্রী