আর্কাইভ থেকে অপরাধ

লাখ টাকার ভাড়া বাসায় একাই থাকতেন মুনিয়া

লাখ টাকার ভাড়া বাসায় একাই থাকতেন মুনিয়া

রাজধানীর গুলশানের একটি অভিজাত বিলাসবহুল ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামে যে তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে, এ ফ্ল্যাটের ভাড়া ছিল এক লাখ টাকা। আর দুই লাখ টাকা অগ্রিম (এডভান্স) দিয়ে বাসাটি ভাড়া নেন তিনি। এই ফ্ল্যাটে মুনিয়া একাই থাকতেন।

পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী জানান, চুক্তিপত্র অনুযায়ী মার্চ মাসের ১ তারিখে বাসাটি ভাড়া নেন মুনিয়া। অগ্রিম দুই লাখ টাকা দিয়ে বাসাটি ভাড়া নেন তিনি। প্রতি মাসে ১ লাখ টাকা ভাড়ার বিনিময়ে ওই বাসায় একাই থাকতেন কলেজছাত্রী।

এ ঘটনায় মুনিয়ার বড় বোন আত্মহত্যায় প্ররোচণা দেয়ার অভিযোগে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, মেয়েটির সঙ্গে শীর্ষ ওই ব্যবসায়ীর সম্পর্ক দুই বছরের। ওই ব্যবসায়ী এক বছর মেয়েটিকে বনানীর একটি ফ্ল্যাটে রাখেন। গত মার্চে গুলশানের এই ফ্ল্যাটে ওঠেন মেয়েটি। গত ২৩শে এপ্রিল ইফতার পার্টি হয় ওই বাসায়। ওই পার্টির ছবি ফেসবুকে আপলোড করা নিয়ে মুনিয়ার সঙ্গে ওই ব্যবসায়ীর মনোমালিন্য হয়। পরে মেয়েটি তার বোনকে ফোন করে জানান, তিনি ঝামেলায় পড়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন লাখ | টাকার | ভাড়া | বাসায় | একাই | থাকতেন | মুনিয়া