আর্কাইভ থেকে দেশজুড়ে

বরিশালে প্রচন্ড গরমে বৃদ্ধ রিকশা চালকের মৃত্যু

বরিশালে প্রচন্ড গরমে বৃদ্ধ রিকশা চালকের মৃত্যু

বরিশালে কয়েকদিন ধরে মাত্রারিক্ত তাপমাত্রা বেড়ে যাওয়ায় অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ জনজীবন।

আজ বেলা ১১ টায় প্রচন্ড গরমে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে নগরীর সদর রোডের ফুটপাতেই মারা যান রাজামিয়া (৬৮) নামের এক বৃদ্ধ রিকশা চালক। মৃত রিকশা চালকের বাড়ি ঝালকাঠির কেস্তাকাঠী গ্রামে।

জানা গেছে, রিকশা চালানো অবস্থায় নগরীর সদর রোডের ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের সামনে হিটস্ট্রোক করে কাঁপতে কাঁপতে রিকশার উপর হেলে পড়ে মাটিতে পড়ে যায় রাজা মিয়া। পরে তাকে কয়েকজন পথচারী উদ্ধার করে ফুটপাতে রাখলে কিছুক্ষণ পরে সেখানে বসেই মারা যান রোজাদার ওই বৃদ্ধ রিকশা চালক।

কোতোয়ালি মডেল থানার এ.এস.আই রিয়াজ জানিয়েছেন, হঠাৎ করে রাজা মিয়া  অসুস্থ হয়ে পড়েন এবং কাপুনি দিয়ে প্রথমে রিকশার উপর থেকে মাটিতে পড়ে যান। তাকে উদ্ধার করে ল্যাবএইডে রেখেই সেবা দেয়ার চেষ্টা চালানো হয়।

রাজা মিয়ার মেয়ে মাহিনুর ও ছেলে ইমনকে খবর দেয়া হলে তারা দ্রুত তাকে সদর হাসপাতালে নিয়ে যান।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রচন্ড গরমের মধ্যে রোজা রেখে পরিশ্রম করায় হিটস্ট্রোক করে তিনি মারা যান।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন বরিশালে | প্রচন্ড | গরমে | বৃদ্ধ | রিকশা | চালকের | মৃত্যু