আর্কাইভ থেকে দেশজুড়ে

প্রধানমন্ত্রীর উপহার পেল রাঙামাটির ৫ শতাধিক পরিবার

প্রধানমন্ত্রীর উপহার পেল রাঙামাটির ৫ শতাধিক পরিবার

মানবিক সহায়তা কর্মসূচির আওতায় রাঙামাটির পৌর এলাকার পাঁচ শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে। 

বুধবার (২৮ এপ্রিল) সকালে চিংহ্লা মং মারী স্টেডিয়ামে উপহার বিতরণ করেন খাদ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার। 

উপহার সামগ্রী হিসেবে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি তেল, এক কেজি লবণ, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়। বিতরণের আগে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে বাছাই ও বিশেষ টোকেন প্রদান করা হয়।

রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি বলেন, ‘করোনাকালীন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী পাহাড়ের প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়ে দুর্যোগ মোকাবিলায় সাহস জোগাচ্ছেন। আমাদের সবাইকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানতে হবে।’ 

রাঙামাটির ১০ উপজেলার ৫০টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় প্রায় দুই কোটি টাকার ত্রাণ সহায়তা প্রদান করা হবে বলে জানা গেছে।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন প্রধানমন্ত্রীর | উপহার | পেল | রাঙামাটির | ৫ | শতাধিক | পরিবার