গেলো বুধবার (২ অক্টোবর) আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করেছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। দল ঘোষণার কিছুক্ষণ পরই চোটে পড়েন নিকোলাস গঞ্জালেস।
বুধবার রাতেই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আরবি লাইপজিগের বিপক্ষে দশম মিনিটেই পায়ে অস্বস্তি বোধ করে মাঠ ছাড়েন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।
জুভেন্তাস কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়ে নিকোলাসের ডান পায়ের ঊরুর চোটের বিষয়টি নিশ্চিত করেছে। তবে এই চোট থেকে সেরে উঠতে ঠিক কতদিন সময় লাগবে তা জানায়নি তারা।
উল্লেখ্য, আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলার মাঠে খেলবে আর্জেন্টিনা। ১৫ অক্টোবর ঘরের মাঠে বলিভিয়ার মুখোমুখি হবে তিনবারের বিশ্বকাপ জয়ীরা।