আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের ইঙ্গিত ভেনেজুয়েলার

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

মার্কিন বাহিনী ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ইঙ্গিত দিয়েছে দেশটির অন্তর্বর্তী সরকার। 

মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা ইতিমধ্যে কারাকাস সফর করেছেন। ভেনেজুয়েলার একটি প্রতিনিধি দলও শিগগিরই ওয়াশিংটন যাবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, মূলত ভেনেজুয়েলার বিশাল তেলভাণ্ডার নিয়ন্ত্রণের জন্যই এই কূটনৈতিক তৎপরতা চলছে।

গেল ৩ জানুয়ারি ভেনেজুয়েলাযর অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রদ্রিগেজকে শর্ত দিয়েছেন যতক্ষণ ওয়াশিংটনকে তেলের নিয়ন্ত্রণে সহায়তা করবেন, ততক্ষণই তার শাসন থাকবে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #মার্কিন বাহিনী #ভেনেজুয়েলা #নিকোলাস মাদুরো #কূটনৈতিক সম্পর্ক