খেলাধুলা

ভিসা জটিলতায় বাংলাদেশে আসছেন না আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা

স্পোর্টস ডেস্ক

চলমান রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের মাটিতে খেলতে যাবে না বাংলাদেশ। এই পরিস্থিতিতে আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনার কথা থাকলেও ভিসা সমস্যার কারণে আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা বাংলাদেশ সফরে আসতে পারছেন না।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট অচলাবস্থা কাটাতে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় আসছেন।

তার সঙ্গে একজন ভারতীয় বংশোদ্ভূত ঊর্ধ্বতন কর্মকর্তা আসার কথা থাকলেও সময়মতো ভিসা না পাওয়ায় তিনি সফর বাতিল করতে বাধ্য হন। এই ঘটনাকে অনেকেই দুই দেশের বর্তমান রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের শীতলতার ইঙ্গিত হিসেবে দেখছেন।

বিসিবি ও বাংলাদেশ সরকার নিরাপত্তাজনিত উদ্বেগের কথা তুলে ধরে ভারতের গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে। সহকর্মীর অনুপস্থিতিতে আইসিসির সঙ্গে সব আলোচনা এখন এফগ্রেভের ওপরই নির্ভর করছে।

ধারণা করা হচ্ছে, তিনি একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করবেন, যাতে ভারতের মাটিতে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

 

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা। হাতে সময় আছে তিন সপ্তাহেরও কম। নির্ধারিত সময়ের মধ্যে সমাধান না হলে পুরো টুর্নামেন্টই অনিশ্চয়তার মুখে পড়তে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন #টি-টোয়েন্টি #টি-টোয়েন্টি বিশ্বকাপ #ভারত #বিসিবি