আর্কাইভ থেকে আবহাওয়া

আজও ঝড়বৃষ্টি হতে পারে

আজও ঝড়বৃষ্টি হতে পারে

দেশে আজও দুই অঞ্চল ও পাঁচ বিভাগে ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। টানা কয়েক দিনের প্রচণ্ড তাপদাহের পর অবশেষে  গতকাল বুধবার (২৮ এপ্রিল) ১৩টি অঞ্চলে বৃষ্টির পাশাপাশি ঝড় হয়। 

আবহাওয়া অধিদপ্তর সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, কুমিল্লা ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, এই ২৪ ঘণ্টা পরবর্তী তিনদিনে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা হ্রাস পেতে পারে

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন আজও | ঝড়বৃষ্টি | হতে | পারে