আবহাওয়া

ঢাকায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

গত কয়েকদিন ধরেই ঢাকায় শীতের তীব্রতা বাড়ছে। ভোর ও রাতের দিকে হিমেল বাতাসের সঙ্গে কুয়াশার দাপটে নগরজীবনে ভোগান্তি বেড়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমের সর্বনিম্ন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) আবহাওয়াবিদ হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন,  তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। তবে শৈত্যপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। দুএকটি স্থানে তাপমাত্রা সাময়িকভাবে আরও নিচে নামতে পারে।

এদিকে ঢাকায় গতকাল তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ঢাকায় প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে বলা হয়েছে,  উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে শীত আরও বাড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #আবহাওয়া