আর্কাইভ থেকে করোনা ভাইরাস

এবার দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেলো চীনের টিকা

এবার দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেলো চীনের টিকা

রাশিয়ায় তৈরি করোনাভাইরাসের টিকা ‘স্পুটনিক-ফাইভ’বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদনের পর, এবার অনুমোদন পেলো চীনের তৈরি সিনোফার্ম টিকা। জানালেন ওষুধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।

আজ বৃহস্পতিবার ( ২৯ এপ্রিল) সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ওষুধ প্রশাসনের মহাপরিচালক জানান, চীনে এ টিকা পাঁচটি দেশে ট্রায়াল হয়েছে। এটি দুই ডোজের টিকা। প্রথম টিকার পর দ্বিতীয় ডোজ নিতে হবে ২৮ দিন পর। দেড় সপ্তাহর মধ্যে পাঁচ লাখ টিকা উপহার হিসেবে আসবে। এটি দুই থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করা যাবে।

এর আগে ২৭ এপ্রিল অনুমোদন পায়  রাশিয়ার টিকা ‘স্পুটনিক-ফাইভ’।

এছাড়া দেশেই উৎপাদন হবে চীন ও রাশিয়ার করোনা ভ্যাকসিন। এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গেলো বুধবার (২৮ এপ্রিল) এ কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এ সম্পর্কিত আরও পড়ুন এবার | দেশে | জরুরি | ব্যবহারের | অনুমোদন | পেলো | চীনের | টিকা