আর্কাইভ থেকে জাতীয়

মহামারিতেও প্রবাসী আয় রেকর্ড ভেঙেছে

মহামারিতেও প্রবাসী আয় রেকর্ড ভেঙেছে

প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি। এ বিধ্বস্ত অর্থনীতির মধ্যেও বাংলাদেশে প্রবাসীদের পাঠানো অর্থের রিজার্ভ রেকর্ড ভেঙেছে। এই মহামারিতেও বাংলাদেশের বিদেশি মুদ্রার রিজার্ভ ৪৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলার; যা দু-একদিনের মধ্যেই ৪৫ বিলিয়ন ডলার অতিক্রম করবে। বাংলাদেশি মুদ্রায় তা ৪ হাজার ৪৮৫ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের (বিবি) সর্বশেষ তথ্যানুযায়ী, বুধবার (২৮ এপ্রিল) কর্মদিবস শেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলার। যা অতীতের সব রেকর্ড ভেঙেছে।

এ বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, করোনায়ও আমাদের প্রবাসীরা দেশে প্রচুর রেমিট্যান্স পাঠাচ্ছেন। এ জন্য তিনি প্রবাসীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। মন্ত্রী মনে করেন, আগামী দু-একদিনের মধ্যেই রিজার্ভ ৪৫ বিলিয়ন ছাড়িয়ে যাবে।

রিজার্ভের আন্তর্জাতিক মানদণ্ড হচ্ছে, একটি দেশের কাছে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রার মজুদ থাকতে হয়। সে হিসাবে বাংলাদেশের ৪৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলারের এই রিজার্ভ দিয়ে (প্রতি মাসে ৪ বিলিয়ন ডলার হিসেবে) ১১ মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো যাবে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি এপ্রিল মাসের ২৭ দিনে প্রবাসীরা দেশে ১.৮ বিলিয়ন (বাংলাদেশি মুদ্রায় ১৮০ কোটি টাকা) রেমিট্যান্স পাঠিয়েছেন। চলতি ২০২০-২১ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত- এই ৯ মাসে রেমিট্যান্স এসেছে ১৮ দশমিক ৬ বিলিয়ন ডলার। সব মিলিয়ে চলতি অর্থবছরের গত ২৭ এপ্রিল পর্যন্ত প্রবাসীরা ২০ দশমিক ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা গত অর্থবছরে একই সময়ের চেয়ে প্রায় ৩৭ শতাংশ বেশি।

অপরদিকে ২০১৭ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ রিজার্ভ ছিল ৩৩ দশমিক ৬৮ বিলিয়ন ডলার। এরপর ২০২০ সালের ৪ জুন প্রথমবারের মতো রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলার অতিক্রম করে। এরপর মাত্র ২০ দিনের ব্যবধানে গত ২৪ জুন রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়। 

পরে গত ৩০ জুন ৩৬ বিলিয়ন ডলারে ও গত ২৮ জুলাই ৩৭ বিলিয়ন মার্কিন ডলারের নতুন উচ্চতায় পৌঁছে রিজার্ভ। এরই ধারাবাহিকতায় গত ১৮ আগস্ট বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ৩৮ দশমিক ১৫ বিলিয়ন এবং ১ সেপ্টেম্বর ৩৯ দশমিক ৪০ ডলারে উন্নীত হয়। 

গত বছরের ৮ অক্টোবর এসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ৪০ বিলিয়ন ডলারে উন্নীত হয়। পরে ৩০ অক্টোবর ৪১ বিলিয়ন ডলার, ১৫ ডিসেম্বর ৪২ বিলিয়ন ডলার ও গত ৩০ ডিসেম্বর এই রিজার্ভ ৪৩ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছিল।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন মহামারিতেও | প্রবাসী | আয় | রেকর্ড | ভেঙেছে