আর্কাইভ থেকে ঢালিউড

ঘরবন্দীতেই কাটবে মেহজাবিনের ঈদ

ঘরবন্দীতেই কাটবে মেহজাবিনের ঈদ

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে গত ২৯ মার্চ থেকে ঘরবন্দী তিনি। লকডাউনে শুটিং বন্ধ না হলেও অনেক তারকা শিল্পীই নিজেকে ঘরবন্দী করেছেন। মেহজাবিনের মতে, আগে জীবন পরে জীবিকা। 

এবারের ঈদে হাতেগোনা কয়েকটি নাটকে দেখা যাবে তাকে। আপাতত কাজে ফিরছেন না তিনি। পরিস্থিতি স্বাভাবিক হলে ঈদের পর আসছে কোরবানির ঈদের নাটক দিয়ে কাজে ফিরবেন এই তারকা অভিনেত্রী। ঘরবন্দী সময়টা নাটক ও সিনেমা দেখেই অতিবাহিত করছেন, আলাপকালে এমনটাই জানান তিনি। 

মেহজাবিন চৌধুরী বলেন, ‘আর অল্প কিছুদিন পরই পবিত্র ঈদুল ফিতর। গত বছরের মতো এবারও ঈদ কাটবে ঘরবন্দী হয়েই। ঈদের জন্য অনেক নাটক করার পরিকল্পনা থাকলেও করোনা পরিস্থিতি খারাপ থাকার কারণে ঈদের জন্য নতুন কোনো নাটকের শুটিং করা সম্ভব হয়নি।’

তিনি আরও বলেন,  ‘সুস্থ থাকলে এবং পরিস্থিতি ভালো হলে কোরবানি ঈদের জন্য কাজ করা হবে। সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। নিজেরা এবং নিজেদের পরিবারকে সুস্থ রাখবেন। স্বাস্থ্যবিধি মেনে চলবেন।’

এস

এ সম্পর্কিত আরও পড়ুন ঘরবন্দীতেই | কাটবে | মেহজাবিনের | ঈদ