চলতি মাসের শেষের দিকে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। ‘নাকশীকাঁথার জমিন’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৭ ডিসেম্বর।
সিনেমাটি নিয়ে গণমাধ্যমকে জয়া আহসান জানান, চলচ্চিত্রটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে। তাই বিজয়ের মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। কাথাসাহিত্যক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে আকরাম খান নির্মান করেছেন মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘নকশীকাঁথার জমিন’।
এরইমধ্যে ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) আইসিএফটি-ইউনেসকো গান্ধী মেডেলের জন্য নমিনেশনসহ একাধিক আন্তর্জাতিক পুরষ্কার পেয়েছে চলচ্চিত্রটি।
দর্শকদের চলচ্চিত্রটি দেখতে প্রেক্ষাগৃহে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে জয়া বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় গণমানুষের অংশগ্রহণের গল্প বা চিত্রটা আমাদের সিনেমাগুলোতে কম এসেছে। নকশীকাঁথার জমিন গণমানুষের অংশগ্রহণ, চাষাভুষা, গ্রামের সাধারণ মানুষকীভাবে অংশগ্রহণ করেছিল তা তুলে ধরেছে।
চলচ্চিত্রটিতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছে জয়া আহসান ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সেওতি। দুই ভাইয়ের চরিত্রে দেখা যাবে রওনক হাসান ও ইরেশ যাকেরকে। আর দুই ছেলের চরিত্রে সৌম্য জ্যোতি ও দিব্য জ্যোতি।
এমআর//