আর্কাইভ থেকে বলিউড

১৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিনেতা গ্রেফতার

১৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিনেতা গ্রেফতার

প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন অভিনেতা অনুজ সাক্সেনা। ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় এই অভিনেতাকে মুম্বাই পুলিশ গ্রেফতার করেছে। অনুজের বিরুদ্ধে অভিযোগ, ১৬০ কোটি টাকার প্রতারণা করেছেন তিনি। 

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি অভিনেতা অনুজকে গ্রেফতার করে তার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে। একই সঙ্গে মোট ৪০০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে প্রশাসন।

স্থানীয় একটি ওষুধ তৈরি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুজ সাক্সেনা। এ সূত্রে তার বিরুদ্ধে ১৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ তুলে কোম্পানির এক বিনিয়োগকারী।

ওই বিনিয়োগকারীর অভিযোগ অনুযায়ী, ২০১২ সালে বিশাল অঙ্কের টাকা বিনিয়োগ করেন, যার সময়সীমা ২০১৫ সালে পূর্ণ হয়। কিন্তু এরপর টাকা ফিরে পাননি। বারবার বলা সত্ত্বেও কোনো লাভ হয়নি। সে কারণেই তিনি পুলিশের দ্বারস্থ হয়ে মামলা করেন।

অনুজ সাক্সেনার নব্বইয়ের শুরুতে টেলিভিশন জগতে অভিনয় শুরু। ২০০০ সালের শুরুতে ‘কুসুম’ ধারাবাহিকে অভয় কাপুরের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। এরপর অসংখ্য জনপ্রিয় ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন ১৬০ | কোটি | টাকা | আত্মসাতের | অভিযোগে | অভিনেতা | গ্রেফতার