আর্কাইভ থেকে বাংলাদেশ

খালেদা জিয়াকে বিদেশে যেতে দিবে সরকার, আশা ফখরুলের

খালেদা জিয়াকে বিদেশে যেতে দিবে সরকার, আশা ফখরুলের

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মানবিক কারণে সরকার বিদেশে চিকিৎসার অনুমতি দেবে বলে আশা করছেন মির্জা ফখরুল আলমগীর।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় দিকে গণমাধ্যমের কাছে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বেগম জিয়া করোনা পরবর্তী জটিলতায় ভুগছেন। এ অবস্থায় মানবিক কারণে সরকার তাকে বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি দেবে বলে আশাবাদ ব্যক্ত করছি।

ইতোমধ্যে খালেদা জিয়ার আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানোর হয়েছে। খালেদা জিয়ার আবেদন যাচাই-বাছাই করে তিনি বিদেশে যেতে পারবেন কি না- সে বিষয়ে মতামত জানানো হবে।

গত ১০ এপ্রিল বেগম জিয়া করোনায় আক্রান্ত হন। এরপর ১৫ এপ্রিল তার স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। এ রিপোর্টে তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে।

প্রথমবার করোনার রিপোর্ট পজিটিভ আসায় ১৪দিনের মাথায় আবারও করোনা টেস্ট করানো হলে কোভিড রিপোর্ট পজিটিভই আসে বেগম জিয়ার।

গত ৩ মে তার শ্বাসকষ্ট যাওয়ার কারণে করোনারী কেয়ার ইউনিট-সিসিইউতে নেয়া হয় বেগম জিয়াকে। সেদিন থেকেই সিসিইউতেই আছেন তিনি।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন খালেদা | জিয়াকে | বিদেশে | যেতে | দিবে | সরকার | আশা | ফখরুলের