আর্কাইভ থেকে দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডব: হেফাজত নেতা ইয়াকুব গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডব: হেফাজত নেতা ইয়াকুব গ্রেফতার

সদ্য বিলুপ্ত হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী প্রচার সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জমিয়তে ওলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব ওসমানী (৪৪) কে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৬ মে) সন্ধ্যায় ফেনী থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের একটি বিশেষ টিম তাকে গ্রেফতার করে। 

ব্রাহ্মণবাড়িয়া হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মো. আনিসুর রহমান। 

পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬, ২৭ ও ২৮ মার্চ হেফাজতের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ ও হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ভাঙচুর ও সহিংসতার মাধ্যমে তাণ্ডব চালানোর অভিযোগে হেফাজতের কেন্দ্রীয় কমিটির সহকারী প্রচার সম্পাদক ও জমিয়তে ওলামায়ে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব ওসমানীকে গ্রেফতার করা হয়েছে। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে এবং ঢাকা ও চট্টগ্রামে মাদরাসা ছাত্রদের ওপর পুলিশের হামলার খবরে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মীরা। এ সময় পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, প্রেসক্লাবসহ ৩৮টি সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা। এ  ঘটনায় নিহত হয় ১২ জন।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন ব্রাহ্মণবাড়িয়া | তাণ্ডব | হেফাজত | নেতা | ইয়াকুব | গ্রেফতার