আর্কাইভ থেকে করোনা ভাইরাস

বিশ্বে করোনায় মৃত্যু আরো সাড়ে ১৪ হাজারের বেশি

বিশ্বে করোনায় মৃত্যু আরো সাড়ে ১৪ হাজারের বেশি

বিশ্বে করোনাভাইরোসে আক্রান্ত হয়ে একদিনে মারা গেছে আরো সাড়ে ১৪ হাজার জনের বেশি। একই সময়ে প্রাণঘাতি ভাইরাসে আক্রান্ত হয়েছে পৌনে নয় লাখের কাছাকাছি।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, আগের সব রেকর্ড ভেঙে গেল ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত শনাক্তের নতুন বিশ্ব রেকর্ড হয়েছে ভারতে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে চার লাখ ১৪ হাজার ৪৩৩ জন। এটি একক দেশ হিসাবে ভারতের নতুন বিশ্ব রেকর্ড। এর আগের দিনও একই রেকর্ড হয়েছিলো দেশটিতে। বুধবার শনাক্ত হয় চার লাখ ১২ হাজার ৬১৮ জন।

ব্রাজিলে গেলো সপ্তাহ থেকেই বেড়েছে প্রতিদিনের মৃত্যু আর সংক্রমণ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার করোনায় মারা গেলে আড়াই হাজারের বেশি মানুষ। নতুন শনাক্ত হয়েছে সাড়ে ৭২ হাজারের ওপর।

এদিন আরও সাড়ে ৮শ’ জন মারা গেছে যুক্তরাষ্ট্রে। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি পাঁচ লাখ ৯৪ হাজার।

পোল্যান্ডে একদিনে করোনা সংক্রমণ শনাক্ত কম হলেও অন্তত ৫১০ জন মারা গেছে।

বৃহস্পতিবার অন্তত চার শ’ জনের মৃত্যু দেখলো আর্জেন্টিনা ও কলম্বিয়া।

দিনে পৌণে ৯ লাখ মানুষের শরীরের মিললো ভাইরাসটি। মোট সংক্রমিত ১৫ কোটি ৬৭ লাখের কাছাকাছি।

ভারতের পাশাপাশি এখনো করোনার আতঙ্ক শেষ হয়নি যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ফ্রান্সসহ বিশ্বের অন্য অনেক দেশে। নিয়মিত শনাক্ত ও মৃত্যুর সংখ্যা গুণছে প্রায় প্রতিটি দেশ।

বিশ্বে করোনাভাইরাস শনাক্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৫ কোটি ৬৭ লাখ। মোট মৃত্যু হয়েছে ৩২ লাখ ৭০ হাজারের কাছাকাছি। প্রাণঘাতি ভাইরাস থেকে মোট সুস্থ হয়েছে ১৩ কোটি সাড়ে ৪০ লাখের মতো মানুষ।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বে | করোনায় | মৃত্যু | আরো | সাড়ে | ১৪ | হাজারের | বেশি