আর্কাইভ থেকে জাতীয়

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী অনুপ ভট্টাচার্য আর নেই

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী অনুপ ভট্টাচার্য আর নেই

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, প্রখ্যাত সুরকার, সঙ্গীত পরিচালক ও সঙ্গীতশিল্পী অনুপ ভট্টাচার্য মারা গেছেন। 

বৃহস্পতিবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ডাক্তার সাবরিনা। 

মৃত্যুর আগে দীর্ঘদিন ধরে​ তিনি ফুসফুস, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। রাতে তার মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে। তার দুই মেয়ে দেশের বাইরে থাকায় শেষকৃত্যের বিষয়ে শুক্রবার (৭ মে) সকালে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান। 

অনুপ ভট্টাচার্যের জন্ম ১৯৪৫ সালে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের তীর হারা এই ঢেউয়ের সাগর, রক্ত দিয়ে নাম লিখেছি, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, নোঙর তোলো তোলোসহ বেশ কটি সমবেত গানে কণ্ঠ দেন তিনি।

এ ছাড়া অনেক গানের সুরারোপ করেন গুণী এই শিল্পী। এর মধ্যে রফিকুল ইসলামের গাওয়া ‘বৈশাখী মেঘের কাছে’ ও মিতালী মুখার্জির কণ্ঠে ‘সুখ পাখি রে’ গান দুটি ‘জনপ্রিয়’ হয়।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন স্বাধীন | বাংলা | বেতার | কেন্দ্রের | শিল্পী | অনুপ | ভট্টাচার্য | আর | নেই