আর্কাইভ থেকে জনদুর্ভোগ

ফেরি ঘাটে আটকা পড়া যাত্রীদের বিশেষ বিবেচনায় পারাপারের সিদ্ধান্ত

ফেরি ঘাটে আটকা পড়া যাত্রীদের বিশেষ বিবেচনায় পারাপারের সিদ্ধান্ত

ঈদকে সামনে রেখে বাড়ি ফিরছে সাধারন মানুষ। আর হটাৎ আজ সকালে ফেরি চলাচল বন্ধের ঘোষণায় আটকা পড়ে আছে শতশত যানবাহান। দৌলতদিয়া-শিমুলিয়া-পাটুরিয়া ও বাংলাবাজার ফেরিঘাটে যেসব মানুষ আটকে পরেছেন তাদের বিশেষ বিবেচনায় পারাপারের ব্যবস্থা করা সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ।

সকাল থেকে ঘাট এলাকায় আসতে হতে শুরু করেন যাত্রীরা। এত মানুষের চাপে হিমশিম খেতে হচ্ছে ঘাট কর্তৃপক্ষকে। এর মধ্যেই কর্তৃপক্ষ জানিয়েছেন বিশেষ ব্যবস্থায় তাদের পারাপার করা হবে।

এদিকে সকাল থেকে ঘাট এলাকায় কোনো যানবাহন ঢুকতে দিচ্ছে না পুলিশ। ফলে কয়েক কিলোমিটার হেঁটেই ঘাটে যাচ্ছেন যাত্রীরা। ফেরি বন্ধ থাকার খবর শুনে নিরুপায় হয়ে ঘাটে অপেক্ষা করছেন অনেকেই। নিরুপায় হয়ে অনেকেই ফিরছেন রাজধানীরতে। তবে সকাল ৯টায় শিমুলিয়া ঘাট থেকে ‘কুঞ্জলতা’ নামে একট ফেরি বাংলাবাজার ঘাটে যান।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন ফেরি | ঘাটে | আটকা | পড়া | যাত্রীদের | বিশেষ | বিবেচনায় | পারাপারের | সিদ্ধান্ত