চট্টগ্রামে টেস্ট ক্যারিয়ারে নিজের ৬ নম্বর অর্ধশত তুলে নিলেন লিটন দাস। মায়ার্সে বলে পয়েন্ট দিয়ে বাউন্ডারি মেরে নিজের অর্ধশত পূরণ করেন লিটন। অর্ধশত রান পূরণ করতে লিটন ৯৭ বল খেলেন। যেখানে রয়েছে ৪টি বাউন্ডারি।
লিটনের অর্ধশত রানের পর পরই ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক মুমিনুল হক। যেখানে তিনি ১৭২ বল খেলেছেন। রয়েছে ৯টি চারের মার। এ দুজন পঞ্চম উইকেট জুটিতে ইতোমধ্যে শতরানের পার্টনারশিপ করেছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৮৫ রান। মুমিনুল ১০০ ও লিটন ৫৯ রানে ক্রিজে রয়েছেন।
এর আগে তৃতীয় দিনে তাইজুল, নাইম ও মিরাজের ঘূর্ণিতে পুরোপুরি কুপোকাত হয় ক্যারিবীয়রা। স্কোরবোর্ডে ২৫৯ রান সংগ্রহ করতেই অলআউট হয় তারা। এরপরই বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসের শুরুতে চেপে ধরেন ক্যারিবীয়দের দীর্ঘদেহি ক্রিকেটার রাহকিম কর্ণওয়াল। প্রথম ওভারেই তামিম ও শান্তকে কোন রান করতে না দিয়েই ফেরত পাঠান তিনি।
আজকের খেলার আরও খবর পড়ুনঃ
তৃতীয় দিনের ৬ ওভার বাকি থাকতে গ্যাব্রিলের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন আগের ইনিংসে অর্ধশত রান করা সাদমান ইসলাম।
এএ