আর্কাইভ থেকে জাতীয়

যাত্রী পারাপার করায় ৮ ট্রলার জব্দ

যাত্রী পারাপার করায় ৮ ট্রলার জব্দ

চাঁদ উঠলেই ঘোষণা হবে ঈদুল ফিতরের। মুসলমান ধর্মালম্বীদের বড় এই উৎসব পরিবারের সঙ্গে উদযাপন করতে কর্মস্থল ছেড়ে গ্রামে ছুটছেন সাধারণ মানুষজন। আর এতেই দক্ষিণাঞ্চলের প্রবেশ মুখ খ্যাত শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে উপচে পড়া ভিড় দেখা গেছে।

পদ্মা পারাপারে চালু রয়েছে ১৫টি ফেরি। এর পরেও মানুষের সংখ্যা কমছে না। তাই তো ট্রলারে করে পদ্মা পার হচ্ছেন অসংখ্যা মানুষ। সরকারি নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে অবৈধভাবে ট্রলার দিয়ে যাত্রী পারাপার করায় আটটি ট্রলার জব্দ করেছে মাওয়া নৌ পুলিশ।

বুধবার (১২ মে) সকালে ট্রলারগুলো জব্দ করা হয়। সিটি নিউজ ঢাকাকে এ তথ্য নিশ্চিত করেছেন মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর। 

তিনি জানান, লঞ্চ, স্পিডবোট ও ট্রলারে যাত্রী পারাপার এখন সম্পূর্ণ নিষেধ আছে। কিন্তু বিধিনিষেধ উপেক্ষা করে যাত্রী পারাপারের কারণে ট্রলারগুলো জব্দ করা হয়েছে।

ট্রলারগুলো জব্দ করা হলেও এর চালকদের আটক করা হয়েছে কিনা তা জানায়নি এই পুলিশ কর্মকর্তা।

এ দিকে গণপরিবহন না থাকায় ভেঙে ভেঙে শিমুলিয়া ঘাটে যাচ্ছেন ঘরমুখো মানুষ। ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, পিকআপে গন্তব্যে ছুটছেন তারা। অতিরিক্ত ভাড়া ও ভোগান্তি নিয়েই নাড়ির টানে ছুটছেন কর্মজীবীরা।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন যাত্রী | পারাপার | করায় | ৮ | ট্রলার | জব্দ