আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

রোজিনাকে হেনস্তা ও গ্রেপ্তারের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ

রোজিনাকে হেনস্তা ও গ্রেপ্তারের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ

বাংলাদেশের অনুসন্ধানী সংবাদকর্মী রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি জানায়, বিষয়টির দিকে তারা নজর রাখছে। এটি স্পষ্টতই উদ্বেগের বিষয়। গতকাল মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এ উদ্বেগ জানান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের স্টিফেন ডুজারিক।

মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিককে বাংলাদেশের প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদককে হেনস্তা ও গ্রেপ্তার সংক্রান্ত প্রশ্ন করা হয়। রোজিনা ইসলামকে গ্রেপ্তারের প্রসঙ্গ উপস্থাপন করেন জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি।

এর উত্তরে ডুজারিক বলেন, বাংলাদেশে একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জাতিসংঘের নজরে এসেছে। ঘটনাটি পর্যবেক্ষণে রাখা হয়েছে। এটি অবশ্যই উদ্বেগজনক বিষয়।

এ সময় তিনি আরো বলেন, আমাদের অবস্থান পরিষ্কার। কোনভাবেই সংবাদকর্মীদের হয়রানি বা শারীরিক নির্যাতন করা যাবে না। হুমকি ছাড়াই বিশ্বের সর্বত্র সাংবাদিকদের মুক্ত ও স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে। বিশ্বের যেকোন দেশের মধ্যে অবশ্যই বাংলাদেশও অন্তর্ভুক্ত।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক আরো বলেন, মহামারিকালে বিশ্বব্যাপী অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছে সাংবাদিকেরা। তা আমরা সবাই পর্যবেক্ষণ করেছি। তারা যেখানেই কাজ করুক না কেন তাদের বাধাহীনভাবে কাজ চালিয়ে যেতে দিতে হবে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন রোজিনাকে | হেনস্তা | ও | গ্রেপ্তারের | ঘটনায় | জাতিসংঘের | উদ্বেগ