আর্কাইভ থেকে এশিয়া

অবশেষে যুদ্ধবিরতিতে ইসরায়েল-ফিলিস্তিন

অবশেষে যুদ্ধবিরতিতে ইসরায়েল-ফিলিস্তিন

টানা ১১ দিন রক্ষক্ষয়ী হামলার পর অবশেষে যুদ্ধ বিরতিতে পৌঁছেছে ফিলিস্তিন ও ইসরায়েল। হামাসের ব্যাপক হামলার মুখে যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার রাতে মিসরের মধ্যস্থতায় ইসরায়েল ও ফিলিস্তিনের গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর শুরু হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির কোনো রূপ লঙ্ঘন হলেই শক্ত জবাব দেওয়া হবে বলে জানিয়েছে উভয়পক্ষ। যুদ্ধবিরতি পর্যবেক্ষণে দুই স্থানে দুটি প্রতিনিধি দল পাঠাবে মিসর।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর জেষ্ঠ্য উপদেষ্টা মার্ক রিগেভ জানান, নির্দিষ্ট শর্তেই যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। সে শর্তে তেল আবিব ও জেরুজালেমে হামাসের হামলা বন্ধ করতে হবে। গাজা থেকে রকেট হামলার কারণে আতঙ্কে রয়েছে সেখানকার বেসামরিক নাগরিকরা।

যুদ্ধবিরতির উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন সরকার। ১১ দিনের হামলায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভূমিকা অনেকটাই গুরুত্বহীন ছিল। হামাস ফাতাহ দ্বন্দ্বে পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেমে ক্ষমতাসীন ফাতাহ দলের নিযুক্ত ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ বলেন, মিসরের নেতৃত্বে আন্তর্জাতিক শক্তির যুদ্ধবিরতি চুক্তিতে সাফল্যকে আমরা স্বাগত জানাই।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, এর আগে মিসরের প্রস্তাব নিয়ে ইসরায়েলের মন্ত্রীসভার বৈঠক হয়। বৈঠকের পর ইসরায়েলি মন্ত্রিসভা মিসরের প্রস্তাবিত চুক্তিতে রাজি হয়ে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। এই যুদ্ধবিরতি হবে সমঝোতার ভিত্তিতে এবং নিঃশর্ত। 

এদিকে, ইসরায়েলের যুদ্ধবিরতিতে রাজি হওয়াকে নিজেদের বিজয় হিসেবে দেখছে হামাস। বৃহস্পতিবার রাতে গাড়ির হর্ণ বাজিয়ে আনন্দ উল্লাস করে হামাসের সমর্থকরা। ঘোষণা এলেও যুদ্ধবিরতি চুক্তির খুটিনাটি চূড়ান্ত না হওয়া অবধি সতর্ক অবস্থায় থাকবে হামাস নেতারা। 

১১ দিন ধরে ইসরায়েলি হামলায় আশঙ্কায় প্রতিটি মুহূর্ত উৎকণ্ঠায় পার করেছে ফিলিস্তিনিরা। যুদ্ধবিরতির খবরে রাস্তায় নেমে আসে গাজাবাসী। মসজিদগুলোর মাইকে মাইকে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে বিদ্রোহের বিজয় অর্জিত হওয়ার ঘোষণা করা হয়।

এদিকে, ইসরায়েলের ১১ দিনের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় মানবিক সাহায্য পৌঁছানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ২৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে অন্তত ৬৫ জন শিশু রয়েছে। গাজায় নিহতদের মধ্যে অন্তত দেড়শ সন্ত্রাসী রয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। অন্যদিকে হামাসের রকেট হামলায় ইসরায়েলে দুই শিশুসহ ১২ জন নিহতের দাবি করেছে ইসরায়েল।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন অবশেষে | যুদ্ধবিরতিতে | ইসরায়েলফিলিস্তিন