আর্কাইভ থেকে বাংলাদেশ

ঘূর্ণিঝড়ের আভাসে সাগরে ১ নম্বর সর্তক সংকেত

ঘূর্ণিঝড়ের আভাসে সাগরে ১ নম্বর সর্তক সংকেত

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি আরু ঘণীভূত হয়ে নিম্নচাপ ও পরবর্তীতে আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এজন্য এক নম্বর দূরবর্তী সর্তক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর আজ শনিবার (২২ মে) তাদের ওয়েভ সাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, চট্টগ্রাম, মোংলা, কক্সবাজার ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সর্তক সংকেত দেখাতে বলা হয়েছে।

সতর্কতায় গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে ২৩ মে এর মধ্যে উপকূলে ফিরে আসতে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে গভীর সমুদ্রে বিচরণ না করতে বলা হয়েছে।

লঘুচাপে সৃষ্ট ঘূর্ণিঝড়টি ২৫ মে রাত থেকে ২৬ মের মধ্যে উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন ঘূর্ণিঝড়ের | আভাসে | সাগরে | ১ | নম্বর | সর্তক | সংকেত