আর্কাইভ থেকে ক্রিকেট

নির্ধারিত সময়েই মাঠে গড়াবে প্রথম ওয়ানডে

নির্ধারিত সময়েই মাঠে গড়াবে প্রথম ওয়ানডে

ঢাকায় অবস্থানরত শ্রীলঙ্কা দলে তিনজন করোনা পজেটিভ হওয়ায় ম্যাচ বাতিলের শঙ্কা জেগেছিল। কিন্তু দ্বিতীয় পিসিআর টেস্টে তিনজন আক্রান্তের মধ্যে একজন পজেটিভ এসেছেন। বাকি দুইজনের রিপোর্ট নেগেটিভ হয়েছে। তাই খেলা নিয়ে অনিশ্চিয়তা কেটেছে। যথা সময়েই শুরু হচ্ছে সিরিজের প্রথম ওয়ানডে।

রোববার বেলা ১১টার কিছুক্ষণ আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটি চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন সকালে শ্রীলঙ্কার গণমাধ্যমের বরাতে খবর আসে, লঙ্কান বোলিং কোচ চামিন্দা ভাস, অলরাউন্ডার ইসুরু উদানা ও পেসার শিরান ফার্নান্দো কোভিড পজেটিভ হয়েছেন। এরপরই দ্বিতীয় টেস্টের সিদ্ধান্ত নেয়া হয়। দ্বিতীয় টেস্টে শুধু শিরান ফার্নান্দো পজেটিভ হওয়ায় তাকে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গেল ১৬ মে ঢাকায় এসে পৌঁছায় শ্রীলঙ্কা। এরপর তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন থাকতে হয়েছিল কুশল পেরেরা নেতৃত্বাধীন দলটি। কোয়ারেন্টিন শেষে ২১ মে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রস্তুতি ম্যাচে অংশ নেয় সফরকারীরা। সিরিজের বাকি দুই ওয়ানডে ২৫ ও ২৮ মে মে মাঠে গড়ানোর কথা। আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে প্রতি ম্যাচই হবে মিরপুরে।

বাংলাদেশ সফরে লঙ্কান স্কোয়াড
কুশল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, আশেন বান্দারা, নিরোশান ডিকওয়েলা, দাসুন শানাকা, ইসুরু উদানা, চামিকা করুনারত্নে, লক্ষণ সান্দাকান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, দুশমন্থ চামিরা, আকিলা ধনঞ্জয়া, শিরান ফার্নান্দো, বিনুরা ফার্নান্দো ও আসিথা ফার্নান্দো।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন নির্ধারিত | সময়েই | মাঠে | গড়াবে | প্রথম | ওয়ানডে