আর্কাইভ থেকে জাতীয়

যাত্রীসহ সংশ্লিষ্টদের স্বাস্থ্যবিধি মেনেই ট্রেনে ভ্রমণ করতে হবে: রেলমন্ত্রী

যাত্রীসহ সংশ্লিষ্টদের স্বাস্থ্যবিধি মেনেই ট্রেনে ভ্রমণ করতে হবে: রেলমন্ত্রী

 যাত্রীসহ সংশ্লিষ্টদের মাস্ক পরিধানসহ সব স্বাস্থ্যবিধি মেনেই ট্রেনে ভ্রমণ করতে হবে। বলেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

সোমবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করতে এসে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সরকার ঘোষিত বিধিনিষেধের সময় বাড়ানো হলেও আপাতত ২৮ জোড়া আন্তজেলা ট্রেন চলাচল শুরু হয়েছে। সকাল থেকে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। কোনো টিকিটই কাইন্টারে বিক্রি হচ্ছে না। সব টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে।

তিনি আরও বলেন, সব স্টেশনেই স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে। এখন যাত্রী সংখ্যা কিছুটা কম। তবে পরবর্তিতে পরিস্থিতি বিবেচনা করে ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হবে।

৪৯ দিন বন্ধ থাকার পর আজ সোমবার ভোর থেকে আবার যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন যাত্রীসহ | সংশ্লিষ্টদের | স্বাস্থ্যবিধি | মেনেই | ট্রেনে | ভ্রমণ | করতে | হবে | রেলমন্ত্রী