বিএনপি

সংস্কার অবশ্যই নির্বাচনমুখী হতে হবে : সালাহউদ্দিন

কক্সবাজার প্রতিনিধি

সকল রাজনৈতিক দল চায় যৌক্তিক সংস্কার। সেই সংস্কার অবশ্যই নির্বাচনমুখী হতে হবে। যে সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে তা সংশোধন করতে পারবে একটি জাতীয় সংসদ, একটি রাজনৈতিক সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে যাওয়া কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনমুখী সংস্কার চালু রাখার পাশাপাশি বর্তমান অন্তবর্তী সরকার একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা দিলে জনগণ বুঝতে পারবে  কবে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে

তিনি দলেন, ছাত্র-জনতার নজিরবিহীন রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে পাওয়া বিজয়কে অর্থবহ করতে হবে। দেশকে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে উপহার দিতে হবেঅভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকতে হবে। দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। দল-মত নির্বিশেষে গণতন্ত্রের সুফল দেশের মানুষকে ভোগ করতে হবে

এ বিএনপি নেতা বলেন, একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে গনতান্ত্রিক সরকার যতদিন না আসবে ততদিন বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, এসময়ে সালাহউদ্দিন আহমেদের  স্ত্রী হাসিনা আহমেদ, কেন্দ্রীয় বিএনপি মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 আই/এ

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন সালাহউদ্দিন আহমেদ