আর্কাইভ থেকে দেশজুড়ে

রাজশাহীতে দুই বাসের মুখোমুখি সংর্ঘষে নিহত ১, আহত ১২

রাজশাহীতে দুই বাসের মুখোমুখি সংর্ঘষে নিহত ১, আহত ১২

রাজশাহীতে বাস চলাচলের শুরুর দিনই দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে রবিউল আওয়াল (৩২) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন।

আজ সোমবার (২৪ মে) দুপুর দেড়টার দিকে রাজশাহী নগরীর কাটাখালীর চৌদ্দপাই এলাকার গম গবেষণা ইনস্টিটিউটের সামনের এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ‘আফিয়া’ নামে বাসের চালক ছিলেন। দূর্ঘটনার পর ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানান, হানিফ ট্র্যাভেলস  বাস ঢাকা থেকে রাজশাহী আসছিল ও আফিয়া নামের বাসটি রাজশাহী থেকে বাঘার উদ্দেশ্য যাবার পথে যাচ্ছিল। দুপুর দেড়টার দিকে গম গবেষণা ইনস্টিটিউটের সামনের এলে এ দুই বাসের  মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আফিয়া বাসের চালক রবিউল আউয়াল নিহত হন। পরে বাসের ১২ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন রাজশাহীতে | দুই | বাসের | মুখোমুখি | সংর্ঘষে | নিহত | ১ | আহত | ১২