আর্কাইভ থেকে জাতীয়

পায়রা সমুদ্রবন্দর থেকে ইয়াস ৪৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে

পায়রা সমুদ্রবন্দর থেকে ইয়াস ৪৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে

ঘূর্ণিঝড় ইয়াস পূর্ব বঙ্গোপসাগর এলাকা থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং এটি বর্তমানে বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোর মধ্যে পায়রার সবচেয়ে কাছে রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

পায়রা সমুদ্রবন্দর থেকে এটি বর্তমানে ৪৪৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। 

আবহাওয়া অফিসের পরিচালক আবুল কালাম জানিয়েছেন, বাংলাদেশে খুব বেশী ইয়াসের প্রভাব পরবেনা। ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। তবে চট্টগ্রাম খুলনা ও পটুয়াখালী অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, প্রবল ঘূর্ণিঝড়টি আরও ঘনীভূত হয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার হতে পারে। এটি দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন পায়রা | সমুদ্রবন্দর | ইয়াস | ৪৪৫ | কিলোমিটার | দক্ষিণপশ্চিমে | অবস্থান | করছে