আর্কাইভ থেকে বাংলাদেশ

পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার বিপুল সংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ে

পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার বিপুল সংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ে

ঘূর্ণিঝড় ইয়াশ আঘাতের আশঙ্কায় ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূলীয় অঞ্চলগুলো থেকে বিপুল সংখ্যক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছে স্থানীয় প্রশাসন। দেশটির আবহাওয়া অধিদপ্তর বলছে, উপকূলের জেলাগুলোতে প্রবল ঝড়ের সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতায় ৬৫ থেকে ৭৫ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। পাশাপাশি আগামী ৪৮ ঘন্টা ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের ১০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে নেয়ার কথা বলেছেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। জান-মালের ক্ষতি এড়াতে ইতোমধ্যে সব ফ্লাইওভারে যান চলাচল বন্ধ করেছে কলকাতা পুলিশ। পাশাপাশি কলকাতা বন্দরে দুপুরের পর থেকে সব ধরনের পণ্য উঠা-নামা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। নদী তীরবর্তী মাছ ধরা ট্রলারকে পাড়ে আসতে বলা হয়েছে।

উড়িষ্যায়ও বিপুল সংখ্যক মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াশের প্রভাবে সেখানে বৃষ্টিপাত হচ্ছে। বুধবার উড়িষ্যার বালাসোরে আঘাত হানার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় ইয়াশের। এমনটি জানিয়ে স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায় ইয়াশ আঘাতের সময় বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় ১শ’ ৮০ কিলোমিটার।

এ সম্পর্কিত আরও পড়ুন পশ্চিমবঙ্গ | ও | উড়িষ্যার | বিপুল | সংখ্যক | মানুষ | নিরাপদ | আশ্রয়ে