আর্কাইভ থেকে দেশজুড়ে

শিমুলিয়ায় ফেরি; ৪০ ঘণ্টা পর চলাচল শুরু

শিমুলিয়ায় ফেরি; ৪০ ঘণ্টা পর চলাচল শুরু

ইয়াসে প্রভাবে পদ্মা নদীতে উত্তাল থাকায় মুন্সীগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে টানা ৪০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) রাত ১০ টার দিকে ১৪টি ফেরি চালু করা হয়। তবে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে বলে আজ শুক্রবার (২৮ মে) সকাল সাড়ে ৮ টায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্পোরেশন ব্যবস্থাপক (ব্যাণিজ্য) ফয়সাল আহমেদ।

তিনি জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পদ্মা উত্তাল থাকায় গত বুধবার (২৬ মে) সকাল ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (বিআইডব্লিউটিএ) কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএ'র শিমুলিয়া ঘাটের পরিবহন পরিদর্শক মোহাম্মদ সোলেমান জানান, গত মঙ্গলবার থেকে যাত্রীবাহী সকল নৌযান চলাচল বন্ধের আদেশের ফলে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ৮৭টি লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। 

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন শিমুলিয়ায় | ফেরি | ৪০ | ঘণ্টা | চলাচল | শুরু