আর্কাইভ থেকে অপরাধ

বড় ভাইয়ের ইন্ধনে পুলিশের ওপর হামলা : ডিবি প্রধান

বড় ভাইয়ের ইন্ধনে পুলিশের ওপর হামলা : ডিবি প্রধান
মূলত পুলিশের মনোবল ভেঙে দেয়ার টার্গেট নিয়ে কয়েকজন বড় ভাইয়ের নির্দেশে এই হামলা পরিচালনা করা হয়। তাদের অন্যতম আরেকটি লক্ষ্য ছিল সরকারকে বেকায়দায় ফেলা। এরই মধ্যে গ্রেপ্তারদের বেশ কয়েকজন বড় ভাইয়ের নাম বলেছে। তাদেরও আইনের আওতায় আনা হবে। জানালেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা প্রধান) মোহাম্মদ হারুন অর রশীদ। আজ শনিবার (১৫ অক্টোবর) রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। হারুন অর রশীদ বলেন, ট্রাফিক পুলিশ একজন বয়স্ক ও পঙ্গু ব্যাটারিচালিত অটোরিকশা চালককে মারধর করার অপপ্রচারে হামলা করা হয়। পরে অবৈধ রিকশার মালিক, চালক ও মোটর ব্যবসার সঙ্গে জড়িতরা উত্তেজনা ছড়িয়ে হামলায় ইন্ধন দেয়। ডিবি প্রধান হারুন আরও বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নিষিদ্ধ ব্যাটারিচালিত রিকশা বন্ধে শুক্রবার মিরপুর ও পল্লবী এলাকায় কাজ করছিল ট্রাফিক পুলিশ। হারুন বলেন, পুলিশের ভাবমূর্তি নষ্ট, সরকারকে বেকায়দায় ফেলার জন্য এটা করা হয়েছে। যারা পুলিশের মনোবল নষ্ট করতে চায়, হামলা করে কার্যক্রম বন্ধ করতে চায়, তাদের কাউকে ছাড় দেয়া হবে না। গ্রেপ্তার ব্যক্তিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন বড় | ভাইয়ের | ইন্ধনে | পুলিশের | ওপর | হামলা | | ডিবি | প্রধান