আর্কাইভ থেকে ইউরোপ

রাশিয়ায় সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে হামলা, নিহত ১১

রাশিয়ায় সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে হামলা, নিহত ১১
রাশিয়ার একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটেছে। এতে ১১ জন মারা গেছেন এবং আহত হয়েছেন আরও ১৫ জন। হামলাকারীরা সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের নাগরিক। জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার (১৫ অক্টোবর) ইউক্রেনের কাছে অবস্থিত ওই সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে এ হামলা হয়। রোববার (১৬ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির দেয়া এক প্রতিবেদন থেখে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের সময় দুই ব্যক্তি ইউক্রেনে স্বেচ্ছায় যুদ্ধ করতে আসা একটি দলের ওপর গুলি চালায়। ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোড অঞ্চলে ঘটনার সময় ওই হামলাকারীকেও গুলি করে হত্যা করা হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতি থেকে জানা যায়, যেসব ব্যক্তি স্বেচ্ছায় (ইউক্রেনের বিরুদ্ধে) বিশেষ সামরিক অভিযানে অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তাদের আগ্নেয়াস্ত্র পরিচালনার প্রশিক্ষণের সময় সন্ত্রাসীরা তাদের ওপর ছোট অস্ত্র দিয়ে গুলি চালায়। এতে আরও বলা হয়, বন্দুক হামলার কারণে ১১ জন মারাত্মকভাবে গুলিবিদ্ধ হন। এছাড়া আহত আরও ১৫ জনকে বিভিন্ন মাত্রার আঘাতসহ চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। গেলো মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক গতিবিধি বাড়াতে আংশিক সেনা সমাবেশের ঘোষণা দেন। এতে করে ৩ লাখ রাশিয়ান নাগরিককে ইউক্রেনের যুদ্ধে পাঠাতে একত্রিত করতে পারবে মস্কো কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট পুতিনের ওই আদেশটি রাশিয়াজুড়ে বিক্ষোভের জন্ম দেয় এবং বহু রুশ নাগরিক দেশ ছেড়ে যাওয়ার চেষ্টা করেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু অক্টোবরের শুরুতে ঘোষণা করেছিলেন, ইতোমধ্যে ২ লাখেরও বেশি রিজার্ভ সেনার খসড়া করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন রাশিয়ায় | সামরিক | প্রশিক্ষণ | কেন্দ্রে | হামলা | নিহত | ১১