ভারত থেকে যে করোনার টিকা নিয়ে আসা হয়েছে, এর বিষয়ে ভালভাবে গবেষণা না করে এর প্রতিফল জনসাধারণের বেশি বেশি তুলে না ধরে একতরফাভাবে করোনার টিকা দেওয়া শুরু করেছে সরকার। ফলে মানুষের মধ্যে যে সন্দেহ, সেই সন্দেহটা থেকেই গেছে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর পল্টন মোড় থেকে বিজয় নগর পর্যন্ত জাতীয়তাবাদী মৎসজীবী দলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিলে মিছিলে অংশ নিয়ে এ কথা বলেন রিজভী। জাতীয়তাবাদী মৎসজীবী দলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
এ সময় রিজভী বলেন, ভারত থেকে যে করোনার টিকা নিয়ে আসা হয়েছে, তা নিয়ে মানুষের মধ্যে কোনো আগ্রহ নেই। টিকা নেওয়ার জন্য ১৮ কোটি মানুষের দেশে মাত্র দুই লাখ মানুষ রেজিস্ট্রেশন করেছে। এতেই বোঝা যায়, এটা নেওয়ার জন্য মানুষের কোনো আগ্রহ নেই।
রিজভী আরো বলেন, আওয়ামী লীগের টপ টু বটম হচ্ছে মুখস্ত মিথ্যা কথা বলে। দুই দিন আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশ হাঙ্গেরিকে পাঁচ হাজার ভ্যাকসিন দিবে। অথচ আমরা জানতে পারলাম, হাঙ্গেরির সঙ্গে এ বিষয়ে কোনো কথাই হয়নি। কারণ, হাঙ্গেরি নিজেই একটি উন্নত দেশ। তাদের বাংলাদেশ থেকে টিকা নেওয়ার কথা না। সেটা তাদের গণমাধ্যমেই প্রচার হয়েছে। সেখানে বলা হয়েছে তারা বাংলাদেশ থেকে টিকা নেবে না।