আর্কাইভ থেকে ফিচার

মানব দেহের মজার বিষয়!

মানব দেহের মজার বিষয়!
আপনি জানেন কি? প্রতিদিন সকালে আমরা যখন ঘুম থেকে উঠি তখন আমাদের শরীরের উচ্চতা ১ সেন্টিমিটার বেড়ে যায় এবং রাত হতে হতে আমাদের দেহের উচ্চতা আবারো এক সেন্টিমিটার কমে যায়। একজন মানুষ তার পূর্ণ জীবনকালে ৩৫ টনেরও বেশি খাবার খেয়ে থাকে যা হিসেব করলে আমরা আমাদের জীবনকালে প্রায় পাঁচ বছরই শুধু খাবারের পিছনে ব্যয় করে থাকি। দেখতে ছোটো হলেও আমাদের মস্তিস্কে স্নায়ুকোষের সংখ্যা কত ? এই স্নায়ুকোষ গুনতে সময় লাগবে প্রায় তিন হাজার বছর। অর্থাৎ আমাদের ত্রিশ প্রজন্মও এই সংখ্যা গুনে শেষ করতে পারবে না। আমরা কোনো না কোনো কারণেই সারাদিন চোখের পলক ফেলে থাকি । এই তথ্যটি দেখতে দেখতে বেশ কবার হয়তো পলক ফালানো হয়ে গেছে। জানেন কি? মানুষ সারাদিনে কমপক্ষে সাড়ে ১১ হাজার বার চোখের পলক ফেলে। ২৪ ঘন্টায় কয়বার আমরা শ্বাস নেই। জানা আছে? পুরো দিনে আমরা প্রায় ২৩০৪০ বার শ্বাস নেই। একজন পূর্ণ বয়স্ক মানুষ তার সারা জীবনে ৬৬,২৭,৬৮,০০০ বার শ্বাস নেয়। মানবদেহে যদি ৫% এর কম পানি শূন্যতা দেখা দিলে সাথে সাথেই অজ্ঞান হয়ে যায়। পানি ১০% এর কম হলে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। মানুষ রাতে যে স্বপ্ন দেখে তার ৯০ ভাগই ঘুম থেকে উঠার পর ভুলে যায়। কিন্তু গবেষণায় দেখা গেছে, ঠাণ্ডা রুমে ঘুমালে বেশিরভাগ স্বপ্নই ভয়ানক কিংবা দুঃস্বপ্ন হতে পারে। প্রতিটি বাচ্চাই সারাদিন নানাভাবে কিছু না কিছু জিজ্ঞেস করে। গবেষণা বলছে, একটি চার বছরের ছোট বাচ্চা সারাদিনে প্রায় ৪৫০টি প্রশ্ন করে। একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরের মোট ওজনের সঙ্গে যোগ হয় আরো দু্ই কেজি। কারণ মানুষের শরীরে রয়েছে প্রায় দুই কেজির মত ব্যাকটেরিয়া থাকে। অর্থাৎ কোন মানুষের মোট ওজন যদি ৬০ কেজি হয়। দুই কেজি ব্যাকটেরিয়া বাদ দিলে তার প্রকৃত ওজন হবে ৫৮ কেজি।

এ সম্পর্কিত আরও পড়ুন মানব | দেহের | মজার | বিষয়