আর্কাইভ থেকে দেশজুড়ে

রাজশাহীতে শান্তিপুর্ণভাবে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে

শান্তিপুর্ণভাবে শুরু হয়েছে রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। নির্ধারিত সময় সোমবার সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। এ ভোট গ্রহণ চলবে দুপুর ২টা পর্যন্ত। জেলা পরিষদ নির্বাচনে রাজশাহীর সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ড, ৯টি উপজেলা, ১৪টি পৌরসভা ও ৭২ ইউনিয়নের জনপ্রতিনিধিরা ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে রাজশাহী সিটি করপোরেশনে কোনো ভোট কেন্দ্র না থাকায় এখানকার জনপ্রতিনিধি পবা উপজেলার ভোটকেন্দ্রে ভোট প্রদান করছেন। রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে এবার চেয়ারম্যানসহ মোট ৫১ জন প্রার্থী অংশ নিয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে চারজন, ৩টি সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে ১৭ জন ও ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে রয়েছে ৩০ জন। চেয়ারম্যার পদে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মুক্তিযোদ্ধা মীর ইকবাল (কাপ-পিরিচ), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামান আখতার (মোটরসাইকেল), বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল (তালগাছ) ও আফজাল হোসেন (আনারস) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ১ হাজার ১৮৬ জন। এবার নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে ৯টি কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। ভোট গ্রহণ করা হচ্ছে ইভিএম পদ্ধতিতে। প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় র্যা ব, পুলিশের পাশাপাশি আনসার সদস্যদের রাখা হয়েছে। গোদাগাড়ী উপজেলার প্রিজাইডিং বরুন কুমার মন্ডল জানান, নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। এ কেন্দ্রে মোট ভোটার ১৪৬টি। তিনি বলেন, কেন্দ্রের নিরাপত্তার জন্য তিন স্তরেরর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহন চলছে বলেও জানান তিনি। এদিকে ভোট গ্রহণ শুরু থেকে রাজশাহীর নয়টি উপজেলার কোথাও কোনো অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ চলছে।

এ সম্পর্কিত আরও পড়ুন রাজশাহীতে | শান্তিপুর্ণভাবে | জেলা | পরিষদ | নির্বাচনের | ভোটগ্রহণ | চলছে