আর্কাইভ থেকে দেশজুড়ে

নাটোর জেলা পরিষদ নির্বাচনে লড়ছেন ৪৫ জন

নাটোর জেলা পরিষদ নির্বাচনে লড়ছেন ৪৫ জন
নাটোর জেলা পরিষদ নির্বাচনে লড়ছেন ৪৫ জন। এরমধ্যে চেয়ারম্যান পদে লড়ছেন দুজন। বাকিরা সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত পদে প্রার্থী হয়েছেন। আজ সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়, চলবে দুপুর ২টা পর্যন্ত। জেলার ৮০৬ ভোটার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক বলেন, সোমবার সকাল থেকে সাতটি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে। কেন্দ্রগুলো হলো সদর উপজেলার দিঘাপতিয়া এমকে অনার্স কলেজ, নলডাঙ্গার শহীদ নাজমুল হক ডিগ্রি কলেজ, বাগাতিপাড়ার পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয়, বড়াইগ্রাম কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুরুদাসপুর উপজেলা পরিষদ হলরুম এবং সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ কেন্দ্র। জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন দুজন। এর মধ্যে একজন বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সাজেদুর রহমান খাঁন, অপরজন জাতীয় পার্টির (জিএম কাদের) নুরুন্নবী মৃধা। এছাড়া দুটি সংরক্ষিত আসনের বিপরীতে লড়ছেন ১২ জন। সাধারণ কাউন্সিলরের সাতটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১ জন। জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়জিত থাকবে। এছাড়া একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করবেন পুলিশ সুপার সাইফুর রহমান। আশা করছি, নির্বাচন সুষ্ঠু হবে। নাটোর প্রতিনিধি মোঃ মোসলেম উদ্দিন

এ সম্পর্কিত আরও পড়ুন নাটোর | জেলা | পরিষদ | নির্বাচনে | লড়ছেন | ৪৫ | জন