আর্কাইভ থেকে বাংলাদেশ

দেশে বেড়েছে করোনায় মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৮ লাখ

দেশে বেড়েছে করোনায় মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৮ লাখ

করোনায় গেলো ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে ১২ হাজার ৬১৯ জনের প্রাণহানি হলো।

গেলো ২৪ ঘন্টায় ১৮ হাজার ১৭৮ জনের করোনার নমুনা পরীক্ষায় নতুন করে এক হাজার ৭১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৩৪৩ জন।

আজ সোমবার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় (৩০ মে) দেশে করোনায় মৃত্যু ছিল ৩৪ জনের আর আক্রান্ত হয়েছিলেন এক হাজার ৪৪৪ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন আরও এক হাজার ৫৬৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪০ হাজার ৩৭২ জন।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনা ভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন দেশে | বেড়েছে | করোনায় | মৃত্যু | আক্রান্ত | ছাড়ালো | ৮ | লাখ