আর্কাইভ থেকে জাতীয়

দেশে এলো ফাইজারের টিকা

দেশে এলো ফাইজারের টিকা

প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কোভ্যাক্স থেকে দেশে এসে পৌঁছেছে ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ৬২০ ডোজ করোনা টিকার চালান।

সোমবার (৩১ মে) রাত ১১টার পরে অ্যামিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইট যোগে এ চালান এসে পৌঁছায়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, স্বাস্থ্য অধিদপ্তর, আইইডিসিআর ও ভ্যাকসিন বিশেষজ্ঞরা বিমান বন্দরে উপস্থিত থেকে টিকার চালান বুঝে নিয়েছেন।

ডা. শাহরিয়ার সাজ্জাদ জানান, মহাখালীতে অবস্থিত সম্প্রসারিত টিকাদান কর্মসূচির হিমাগারে এসব টিকা রাখা হবে।

এর আগে, রোববার (৩০ মে) ফাইজারের টিকার চালান নিয়ে দিনভর নাটকীয়তা চলে। দফায় দফায় বদলায় ফাইজারের টিকা আসার দিনক্ষণ। সবশেষ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতর জানায়, সোমবার (৩১ মে) রাতে ঢাকায় আসবে কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজারের টিকা।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন দেশে | এলো | ফাইজারের | টিকা