আর্কাইভ থেকে অপরাধ

গাজীপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত এক

গাজীপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত এক

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে গাজীপুরের টঙ্গীতে এক মাদককারবারি নিহত হয়েছেন। তাৎক্ষণিক তার নাম-ঠিকানা জানা যায়নি।

সোমবার (৩১ মে) দিবাগত রাত সোয়া ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-১-এর সহকারী পুলিশ সুপার মো. মুশফিকুর রহমান তুষার জানান, প্রতিদিনের মতো সোমবার রাতেও টঙ্গী ও আবদুল্লাহপুর এলাকায় অবস্থান করছিল তাদের একটি টহল টিম। এর মাঝে রাত ১১টার দিকে তাদের কাছে খবর আসে টঙ্গী সেতুর পাশে (টঙ্গী সড়ক ভবনের সামনে) মাদক কেনাবেচা করছেন কয়েক ব্যক্তি। এ সময় দ্রুত টহল দল সেখানে গেলে তাদের উদ্দেশ্য করে এলোপাতাড়ি গুলি করতে থাকে মাদক ব্যবসায়ীরা।

তিনি আরও জানান, র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ওই ব্যক্তি পালাতে পারেনি। পরে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহতের কাছে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও তিন প্যাকেট ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে।

ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম। তিনি জানান, গোলাগুলির ঘটনায় র‌্যাবের দুই সদস্যও আহত হয়েছেন। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন গাজীপুরে | র‌্যাবের | সঙ্গে | বন্দুকযুদ্ধে | নিহত | এক