আর্কাইভ থেকে দেশজুড়ে

হিলিতে আবারও বেড়েছে পেঁয়াজের দাম

হিলিতে আবারও বেড়েছে পেঁয়াজের দাম

দিনাজপুরের হিলিতে আবারও পেঁয়াজের দাম। প্রতি কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।

আইপি (ইমপোর্ট পারমিট) জটিলতার কারণে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ তাই দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বুধবার সরেজমিন হিলি বাজার ঘুরে দেখা গেছে, কিছু দিন আগে হিলি বাজারে আমদানি করা ভারতীয় যে পেঁয়াজ বিক্রি হয়েছে ৩০ থেকে ৩২ টাকা কেজি বর্তমানে তা ৪৫ থেকে ৪৮ টাকায়। দেশি পেঁয়াজ এক সপ্তাহ আগে ৩৫ থেকে ৪০ টাকা কেজি বিক্রি হলেও এখন তা কেজিতে ৫০ থেকে ৫২ টাকা।

পেঁয়াজ বিক্রেতারা জানান, হিলি স্থলবন্দর দিয়ে গড়ে প্রতিদিন ২৫ থেকে ৩০ ট্রাক পেঁয়াজ আমদানি হতো। সেই পেঁয়াজ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। এ কারণে পেঁয়াজের দাম কম ছিল। কিন্তু আইপির কারণে এক মাস ধরে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ আছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকরা জানান, ভারত থেকে দেশে পেঁয়াজ আমদানির জন্য যে আইপি ছিল গত ২৯ এপ্রিল তার মেয়াদ শেষ হয়ে গেছে। এর পর নতুন করে আর কোন পেঁয়াজ আমদানির জন্য আইপি না পাওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন হিলিতে | আবারও | বেড়েছে | পেঁয়াজের | দাম