আর্কাইভ থেকে ক্রিকেট

ভারতকে ১৬০ রানের টার্গেট দিলো পাকিস্তান

ভারতকে ১৬০ রানের টার্গেট দিলো পাকিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তান। মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত আর পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভার খেলে রান ১৫৯ করতে সক্ষম হয় বাবর আজম বাহিনী। পাকিস্তান অধিনায়ক বাবর আজম কোনও রান না করেই মাঠ ছাড়েন। অর্থ্যাৎ এলবিডব্লিউ। বোলার ছিলেন আর্শদিপ সিং। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন শান মাসুদ আর ইফতিখার আহমেদ, করেন ৫১ রান। ভারতে পক্ষে তিনটি করে উইকেট পান আর্শদিপ সিং ও হার্দিক পান্ডিয়া। এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত মোট ১১ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। তাতে ভারতের ৮ জয়ের বিপরীতে পাকিস্তান জিতেছে মোটে ৩টি ম্যাচ। ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সুর্যকুমার যাদব, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার ও আর্শদিপ সিং। পাকিস্তানের স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলি, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ।

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতকে | ১৬০ | রানের | টার্গেট | দিলো | পাকিস্তান