আর্কাইভ থেকে দেশজুড়ে

মাটির নিচে আটকাপড়া ৩ শ্রমিককে জীবিত উদ্ধার

মাটির নিচে আটকাপড়া ৩ শ্রমিককে জীবিত উদ্ধার
রংপুরের বদরগঞ্জে কূপ খনন করার সময় বালু ধসে মাটির নিচে আটকাপড়া শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ অক্টোবর) মধ্যরাতে দীর্ঘ ১০ ঘন্টার চেষ্টায় তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের রংপুর বিভাগীয় উপ-পরিচালক জসিম উদ্দিন। তিনি জানান, বালুয়া ভাটা গ্রামের বাবুল দাসের বাড়িতে শৌচাগারের কূপ খনন করছিলেন তিনজন শ্রমিক। একপর্যায়ে খনন প্রায় শেষ করে কূপ থেকে দুজন শ্রমিক উপরে উঠতে আসেন। সেসময় বালু ধসে আটকা পড়েন আরেক শ্রমিক আবুল হাসান। রাত একটার দিকে তাকে উদ্ধার করা হয়েছে। ওই শ্রমিকের পায়ে গুরুতর জখম হয়েছে। চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন মাটির | নিচে | আটকাপড়া | ৩ | শ্রমিককে | জীবিত | উদ্ধার