আর্কাইভ থেকে দেশজুড়ে

সচল হয়েছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

সচল হয়েছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবের কারণে প্রায় ১৮ ঘণ্টা বন্ধ থাকার পর সচল হয়েছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। ইতোমধ্যে বন্দর থেকে সরিয়ে নেয়া বড় জাহাজসমূহ ফের জেটিতে ভিড়তে শুরু করেছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম বন্দরের পরিচালক (পরিবহন) এনামুল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে শুরু হয়েছে জাহাজে পণ্য ওঠানামা ও কনটেইনার হ্যান্ডলিং। জানা গেছে, সোমবার (২৪ অক্টোবর) দুপুরের পর থেকেই ঘূর্ণিঝড় আঘাত হানার শঙ্কায় বন্দর থেকে সমুদ্রগামী জাহাজসমূহকে বহির্নোঙরে পাঠিয়ে দেয়া হয়। পরে পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে আসায় মঙ্গলবার সকাল থেকেই এসব জাহাজ আবার বন্দরে ফিরিয়ে এনে কার্যক্রম শুরু করা হয়। বর্তমানে চট্টগ্রাম বন্দরে জাহাজে পণ্য ওঠানামা ও কনটেইনার হ্যান্ডলিং স্বাভাবিক গতিতে চলমান রয়েছে। এ বিষয়ে বন্দরের পরিচালক (পরিবহন) এনামুল করিম জানান, মঙ্গলবার সকাল ৯টা থেকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব কেটে যাওয়ায় ও বন্দর সমূহকে দেওয়া আবহাওয়া দপ্তরের সতর্ক সংকেত নামিয়ে দেওয়ায় চট্টগ্রাম বন্দর পুনরায় শুরু হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন সচল | হয়েছে | চট্টগ্রাম | বন্দরের | কার্যক্রম