আর্কাইভ থেকে বাংলাদেশ

ভারতের উত্তরাখন্ডে তুষারধসে ১৪ জনের মৃত্যু, নিখোঁজ দেড় শতাধিক

ভারতের উত্তরাখন্ডে তুষারধসে ১৪ জনের মৃত্যু, নিখোঁজ দেড় শতাধিক

ভারতের উত্তরাখন্ডে হিমালয়ের তুষারধসে সৃষ্ট বন্যায় মারা গেছে অন্তত ১৪ জন। এ ঘটনায় নিখোঁজ রয়েছে কমপক্ষে ১৭০ জন।

ভারতের গণমাধ্যম এনডিটিভি জানায়, শনিবার রাতে উত্তরাখন্ডের চামোলি জেলায় হিমবাহ ভেঙে যায়। এতে বাঁধ ভেঙে চামোলি জেলার জোশীমঠের কাছে ধুলিগঙ্গা নদীর পানি বাড়তে থাকে। তুষারধসের জেরে রোববার সকাল নাগাদ একের পর এক গ্রাম প্লাবিত হতে থাকে। ইতোমধ্যে তীব্র স্রোতে ভেসে গেছে লোকালয়। ধসে গেছে পাঁচটি বাঁধ।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানায়, ঋষিগঙ্গা ও তপোবন জলবিদ্যুৎ কেন্দ্রের প্রায় দেড়শো শ্রমিকের এখনো কোন সন্ধান পাওয়া যায়নি। উত্তরাখণ্ডের মুখ্যসচিব ওম প্রকাশ বলেন, ঘটনার সময় সেখানে ঋষিগঙ্গা পাওয়ার গ্রিড প্রকল্পে ১৫০ শ্রমিক কাজ করছিল। তারা অনেকেই পানিতে ভেসে যেতে পারে।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় ভারত-তিব্বত সীমান্তরক্ষী বাহিনীর ২শ’ জনের উদ্ধারকারী দল। চামোলি থেকে ঋষিকেশ যাওয়ার সড়কে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। উদ্ধারকাজে সহায়তা করছে সেনা ও বিমানবাহিনীও। উদ্ধারকাজ জোরদার করার কথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এদিকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুরো বিষয়টির ওপর নজর রাখছেন তিনি। টুইট করে মোদি জানিয়েছেন, গোটা দেশ উত্তরাখণ্ডের পাশে আছে। উত্তরাখণ্ডের বিপন্নদের জন্য প্রার্থনা করছে দেশবাসী। আমি নিজে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে কথা বলেছি। উদ্ধার কাজের প্রতি মুহূর্তের খবর রাখছি।

মৃতদের পরিবার প্রতি চার লাখ রুপি ও মোদীর ত্রাণ তহবিল থেকে আরো দুই লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যের মূখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। গুরুতর আহতদের দেওয়া হবে ৫০ হাজার রুপি করে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতের | উত্তরাখন্ডে | তুষারধসে | ১৪ | জনের | মৃত্যু | নিখোঁজ | দেড় | শতাধিক