আর্কাইভ থেকে তথ্য-প্রযুক্তি

টুইটার ভেরিফাইড অ্যাকাউন্ট পেতে এখন টাকা দিতে হবে

টুইটার ভেরিফাইড অ্যাকাউন্ট পেতে এখন টাকা দিতে হবে
কয়েক দিন আগেই টুইটার  কিনেছে এলন মাস্ক। দায়িত্ব নিয়েই কোম্পানির সিইও  পরাগ আগরওয়াল সহ একাধিক শীর্ষ আধিকারিকে ছাঁটাই করেছেন মার্কিন ধনকুবের। মালিকানা নিয়েই রোজগারের জন্য নতুন উপায় নিয়ে ভাবনা শুরু করেছেন এলন। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে এবার ভেরিফায়েড অ্যাকাউন্ট আর বিনামূল্যে ব্যবহার করা যাবে না। প্রোফাইল পেজে ব্লু টিকের জন্য প্রতি মাসে টুইটারকে টাকা দিতে হতে পারে ব্যবহারকারীদের। একই সঙ্গে সেলিব্রিটিদের জন্য অতিরিক্ত সাবস্ক্রিপশনের কথা ভাবছেন এলন। দি ভার্জ -এ প্রকাশিত তথ্য অনুযায়ী প্রিমিয়াম সাবক্রিপশনের জন্য প্রতি মাসে ১৯.৯৯ মার্কিন ডলার (প্রায় ১৬৫০ টাকা) খরচ করতে হতে পারে। এছাড়াও যে সব ব্যবহারকারীর অ্যাকাউন্টে ইতিমধ্যেই ব্লু টিক রয়েছে তাদের এই ভেরিফিকেশন চালিয়ে যাওয়ার জন্যেও টুইটারকে টাকা দিতে হবে। রিপোর্টে জানানো হয়েছে ৯০ দিনের মধ্যে টুইটার ব্লু সাবস্ক্রিপশন না কিনলে অ্যাকাউন্ট থেকে ব্লু টিক অদৃশ্য হয়ে যাবে। রিপোর্টে জানানো হয়েছে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে কর্মীদের এই কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন এলন। টুইটার ব্লু সাবস্ক্রিপশন কী? গেলো বছর এই ঐচ্ছিক প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে এসেছিল জনপ্রিয় মাইক্রো ব্লগিং ওয়েবসাইটটি। এই সাবস্ক্রিপশন কিনে টুইটার  ব্যবহারকারীরা একাধিক প্রিমিয়াম ফিচার ব্যবহারের সুযোগ পাবেন। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের গ্রাহকদের জন্য শুরু হয়েছে এই পরিষেবা। কী ভাবে গোটা বিশ্বে টুইটার ব্লু  সাবস্ক্রিপশন লঞ্চ হয় তা দেখার জন্য অপেক্ষায় রয়েছেন অনেকেই। ভারতে এই পরিষেবা ব্যবহারে ঠিক কত খরচ হবে জানা যায়নি। অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ থেকে কেনা যাবে টুইটার ব্লু। সম্প্রতি একটি স্ক্রিনশট প্রকাশ করে এলন মাস্ক দাবি করেছেন টুইটার অধিগ্রহণের আগে তাকে মিথ্যে কথা বলেছিল টুইটার বোর্ড। মাস্ক জানিয়েছেন তার কাছে ভুয়া তথ্য পেশ করেছিলেন সংস্থার আধিকারিকরা। যদিও সেখানে বট সম্পর্কে কোন উল্লেখ ছিল না। গত সপ্তাহে টুইটার কিনে নেয়ার প্রক্রিয়া শেষ করেছেন এলন মাস্ক। অধিগ্রহণের পরে মাস্ক জানান টুইটারে সব কোডারের মাথায় বসে রয়েছে ১০ জন ম্যানেজার। কোম্পানির ভিতরে বিভিন্ন জটিল প্রক্রিয়া সরল করাই এখন লক্ষ্য এলনের। একই সঙ্গে টুইটার থেকে রোজগারের উপায় খুঁজতেও বসে গিয়েছেন মার্কিন ধনকুবের।

এ সম্পর্কিত আরও পড়ুন টুইটার | ভেরিফাইড | অ্যাকাউন্ট | পেতে | এখন | টাকা | হবে