আর্কাইভ থেকে ক্রিকেট

কিউইদের বিপক্ষে জস লিটলের হ্যাটট্রিক

কিউইদের বিপক্ষে জস লিটলের হ্যাটট্রিক
ইতিহাস গড়ল আয়ারল্যান্ড। প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে জোড়া হ্যাটট্রিকের নজির গড়লেন আইরিশরা। গেলো বছর নেদারল্যান্ডসের বিরুদ্ধে কুর্তিস ক্যাম্পফের হ্যাটট্রিক করেছিলেন। আজ শুক্রবার (৪ নভেম্বর) বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর তিনটি বলে তিনটি উইকেট নেন জস লিটল। অ্যাডিলেডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৯ তম ওভারে লিটল হ্যাটট্রিক করেন। দ্বিতীয় বলে আউট করেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনকে। তৃতীয় বলে লিটলের শিকারের তালিকায় যুক্ত হয় জেমস নিশমের নাম। তারপর মিচেল স্যান্টনারকে এলবিডব্লুউ করেন লিটল। সবমিলিয়ে ১৯ তম ওভারে তিন রান দিয়ে তিন উইকেট নেন আইরিশ বোলার। তার সেই ওভারের সৌজন্যেই কিউয়িদের স্কোর ২০০ পেরিয়ে যায়নি। প্রথম রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করেন সংযুক্ত আরব আমিরাতের কার্তিক মেয়াপ্পন। আর টুয়েলভপর্বে আজ বিশ্বকাপের দ্বিতীয় হ্যাটট্রিকের ঘটনা ঘটল।  এবার এলিট লিস্টে নাম লেখালেন আইরিশ বাঁহাতি পেসার জস লিটল। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৮৫ রান। ২০ ওভার খেলে তাদের হারাতে হয় ৬ উইকেট। কিউইদের পক্ষে দলের অধিনায়ক কেন উইলিয়ামসন সর্বোচ্চ ৬১ রান করেন। অপরদিকে, আয়ারল্যান্ডের পক্ষে ৩টি উইকেট পান জস লিটল আর দুটি উইকেট পান গ্যারেথ ডেলানি। সেমিফাইনাল নিশ্চিত করতে হলে এই ম্যাচ জিততেই হবে নিউজিল্যান্ডকে। অন্যদিকে পয়েন্ট তালিকার একবারে তলানিতে রয়েছে আইরিশরা। এ ম্যাচ তাদের জন্য শুধুই নিয়ম রক্ষার। নিউজিল্যান্ডে একাদশ ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, ড্যারেল মিচেল, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, লুকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট। আয়ারল্যান্ড একাদশ পল স্টার্লিং, অ্যান্ডি বালবিরনি (অধিনায়ক), লরকান টাকার, হ্যারি টেকটর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডয়ের, ফিওন হ্যান্ড, ব্যারি ম্যাকার্থি, জস লিটল।

এ সম্পর্কিত আরও পড়ুন কিউইদের | বিপক্ষে | জস | লিটলের | হ্যাটট্রিক