আর্কাইভ থেকে বাংলাদেশ

পাহাড় ধসে নারীসহ ২ রোহিঙ্গার মৃত্যু

পাহাড় ধসে নারীসহ ২ রোহিঙ্গার মৃত্যু

ভারী বৃষ্টিতে কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় পাহাড় ধসে দুই রোহিঙ্গা মারা গেছেন।তারা হলেন- রহিম উল্লাহ ও নুর হাসিনা।

শনিবার (৫জুন) এ দুর্ঘটনা ঘটে। এদিন দুপুরে টেকনাফের চাকমারকুলের ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/২ ব্লকে পাহাড় ধসে নুর হাসিনা নামে এক রোহিঙ্গা নারী মারা যান। এর আগে সকালে উখিয়ার ময়নারঘোনার ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জে/৭ ব্লকে পাহাড় ধসে মৃত্যু হয় রহিম উল্লাহ নামে এক জনের।

কক্সবাজারের ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার জানান, দুপুরে প্রচণ্ড বৃষ্টিতে চাকমারকুলের ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/২ ব্লকের ১৮ নম্বর ঘর সংলগ্ন পাহাড় ধসে পড়লে মাটিতে চাপা পড়েন নুর হাসিনা।

আর কক্সবাজারের ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার জানান, সকাল ১০ টা ১০ মিনিটের দিকে ময়নারঘোনার ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জে/৭ ব্লকের শেল্টারের পাশে মাটি কাটতে গিয়ে টিলার মাটি ধসে মৃত্যু হয় রহিম উল্লাহর।

এমএম

এ সম্পর্কিত আরও পড়ুন পাহাড় | ধসে | নারীসহ | ২ | রোহিঙ্গার | মৃত্যু